ME

সোমবার, ১৯ মে, ২০১৪

A+ বিষয়ে শ্বশুর আবুল হায়াত ও জামাই চঞ্চল চৌধুরীর কথোপকথন


জামাইঃ একটা জিনিস খেয়াল
করলাম
আব্বা । একটু চালাক
না হইলে দুনিয়াতে টেকা খুব
কঠিন !!!
শ্বশুরঃ যেমন??
জামাইঃ এই যে যেমন, একই
রেজাল্ট
আপনি করলেন ২ বছর লেখা-
পড়া কইরা,
আর আমি ৩ দিন প্রশ্নের পিছনের
দৌড়াইয়া!!


শ্বশুরঃ প্রশ্ন পাইয়া A+ পাইলেই
কি মেধাবী হওয়া যায় ?
জামাইঃ হে! হে! কেন যাবে না ?
শ্বশুরঃ অতি চালাকের ভবিষ্যত
কিন্তু
ভালো না ।
....... [কয়েক মাস পর ... ] .......
বৌঃ আমি যাবো না!!
জামাইঃ কেন যাবা না ??
শ্বশুরঃ কি হইসেরে মা ?
বৌঃ আব্বা, আপনার জামাই
খালি প্রশ্নের পিছনে ঘুর ঘুর করে !!!
আর
কি লেখা-পড়া করছে, জাতীয়
বিশ্ববিদ্যালয়েও চান্স পায় না!
জামাইঃ হইছে কি আব্বা, প্রশ্ন
পাই
নাই
তো !!
শ্বশুরঃ প্রশ্ন তো আমিও পাই নাই !
জামাইঃ ইয়ে মানে ….........আব্বা
শ্বশুরঃ শোন, পরীক্ষায় A+
পাইতে গিয়া তুমি সময় ব্যয় করছ
প্রশ্নের
পিছনের দৌড়াইয়া ! আর
আমি নিজের
মেধা দিয়ে লেখা- পড়া করে।
জামাইঃ ইয়ে মানে...
শ্বশুরঃ শোনো পরিশ্রম
বেশি যে করে তার ফলও একটু
বেশী প্রাপ্য হয় ।

২টি মন্তব্য: