ME

শনিবার, ১২ এপ্রিল, ২০১৪

প্রশ্ন ফাঁস থিম সং

তিন ঘন্টার
এক্সাম,
সিক্সটিন
সিক্সটিন,
প্রশ্ন সব
হবে ফাঁস ,
হাউ এক্সাইটিং।
কোয়েশ্চান ইজ
ওয়েটিং ,
নো নো টেনশন,
ধিন চিতা ধিন
ধিন,
ধিন ধিন, ধিন ধিন


চারিদিকে হই হই ,
প্রশ্ন
পাওয়া যাবে কই?
চারিদিকে হই হই ,
প্রশ্ন
পাওয়া যাবে কই?
ওহ মাম্মা ,
নো রিডিং নো রিডিং,
হাত বাড়ালেই,
প্রশ্ন
ওয়েটিং প্রশ্ন
ওয়েটিং।
দালাল আর
শাউটিং,
বোম্বাস্টিং রকিং ,
পোলাপান চিয়ারিং,
এভ্রিবডি #
হিয়ারিং,
প্রশ্ন ফাঁসে,
জমবে লড়াই,
খুশির সীমা নাই,
ভুয়া না আসল
সেট ,
সবাই
করবে কালেক্ট,
যে যার মত ভাই।
নাই নাই, প্রশ্ন
যে নাই ,
যাই যাই,
বেরিয়ে যাই,
চলো সবাই,
একই সাথে প্রশ্ন
খুজে # বেড়াই ।
ধিন চিতা ধিন
ধিন,
ধিন ধিন, ধিন ধিন

চারিদিকে হই হই ,
প্রশ্ন
পাওয়া যাবে কই?।
চারিদিকে হই হই ,
প্রশ্ন
পাওয়া যাবে কই?
ক খ
সেটে রেশারেশি,
সবই
হবে বেশি বেশি,
বন্ধু শত্রু
রাগারাগি,
সব প্রশ্ন
ভাগাভাগি।
এমনই সব প্রশ্নের
সেট,
কেউ দেখেনি আগে,
অবাকচোখে দেখরে প্রশ্ন,
কোন সেট টা যায়
লেগে।
চারিদিকে হই হই ,
প্রশ্ন
পাওয়া যাবে কই?
চারিদিকে হই হই ,
প্রশ্ন
পাওয়া যাবে কই?

1 টি মন্তব্য: