ME

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

এক আধা পাগলের সাক্ষাৎকার

আমরা অইলাম বাঙ্গালী! হেহে! বাঙ্গালী জাত নাকি আবার উন্নত অইব! এইকতা শোনলেও টয়লেট চাপে!! যারা হক্কালে উইট্টা এউক্কা জাল কান্দে লইয়া সারা খাল আউল মাঢি চাউল বানাইয়া রাত্তির বেলা দুউগ্গা মাছ লইয়া বাড়ী ফেরে হ্যারা নাকি আবার উন্নত অইব. ব্যাডা এই কথা আর কইস না । পিডান খাওয়ার আগে বাড়ী যা।
যারা খেওয়া বাইতে বাইতে বুড়া হইয়া গেছে হ্যারা নাকি ব্রিজ বানাবে! আবার দ্যাশে নাকি থিরি-জি না ফিরি-জি আনছে। ব্যাডা তোগো নাই বওয়ার জায়গা হেইতে আবার হুইতেও চাও! এইয়া থুইয়া যা বাফের লগে যাই লাঙ্গল টান, হ্যাতেও কাম অবে। হুনছি আবার এহন নাহি ওই টেরুকটার না ফেরুকটার দিয়া বোলে লাঙ্গলের কাম হরা যায়। ব্যাডা খালি খালি কয় পায় না নুন ভাত লাগবো আমার বিরিয়ানি ভাত। তোগো অত কাম আছে? কয়ডা গরু লইয়া নামবি! আর কিছু দরকার কি? আকাইম্মার ভান্ড কোথাকার। আবার হুনছি সরকার সবাইর পড়াশুনা করাইবে। এগো তামশা দ্যাকলে হাসতে হাসতে প্যট পাইট্টা যায়। এ তোগো লেহাপড়া হইরা কাম আছে! তার চাইয়া যা গিয়া বাপের লগে কাম হর! আইছে মোগো নেতিবাইক্কো হুনাইতে। এহন আবার বেকুশ না ফেকুশ , অইত হবে আনে একটা! হেইতে নাকি আবার টাহাও রাহা যায়, হেয়তে টাহা রাকতে নাকি আবার উল্ডা টাকা দেওয়াও লাগে। আকাম আকাম! তোগো নাই দুইবেলা খাওয়া খেমুতা , হ্যাতে আবার এই আকামে নামছ, কবে যে জুতাপেটা খাবি, ভাগ আগে মাইর খাওয়ার আগে ভাগ.। এত কিছুর কাম আছে? সক্কালে খোরাইতে খোরাইতে যাবি খালে, মাছ ধরবি, খাবি, হেইরপর চিতহইয়া ঘুমাইয়া থাকপি! তোগো অতে কাম কি! আবার কয় ভোট দিতে ! ভোট দিয়া সরকার বানাইবে হেই সরকার নাকি দেশের উন্নতি করবে! এহন তোগো যা কওয়া লাগে!!! যা যা ব্যাডা কামে যা! পায়না ভাত , আবার হে আবার ভোট দিয়া দ্যাশের উন্নতি কইরবে! আকামের ভান্ড যত্তসব! আর কতা কইস না, বাড়ী যা ব্যাডা! কামে যা! এই ফাও কতা আমার ধারে বইয়া কবি না---- 

--------------------------এক আধা পাগলের সাক্ষাৎকার

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন