ME

সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

ফেসবুক হাই স্কুল এন্ড কলেজ এর পরীক্ষার প্রশ্নপত্র

১ম সাময়িক পরীক্ষা ২০১8
ফেসবুক হাই স্কুল এন্ড কলেজ।
বিষয় : ফেসবুক ২য় পত্র।
পূর্ণমান : ১০০, সময় : ৩ ঘন্টা ।
বি.দ্র : খাতার উপরে নিজ নিজ ফেসবুক একাউন্টের ইমেইল এড্রেস লিখা না থাকলে, খাতা বাতিল
বলিয়া গণ্য হবে।


১| শব্দার্থ লিখ (৫টি)
: Tag, Notification,Comment, Poke, Group,
Subsciriber
২| পূর্ণরূপ লিখ :
LOL, OMG, HBD, WTF, ILU
৩| যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও :
(ক) সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের
ভুমিকা বর্ণণা কর ৷
(খ) একজন "Add me" আবাল এর দিনের শুরু
থেকে শেষ পর্যন্ত বর্ণণা কর ৷
(গ) টাইমলাইন কি? এর প্রয়োজনীয়তা তুলে ধর।
৪| ভাব সম্প্রসারন লিখ : “কাঁটা হেরি ক্ষান্ত
কেন কমল তুলিতে, ফেসবুক বিনা সুখ লাভ হয় কি মহীতে?”
অথবা,
“ফেসবুকিং একটি ভয়ানক ব্যাধি”
৫| টাকলানুবাদ কর :
Bondura, tomadar karo kasa ke "fack id account” r “like cara account” id doita ace?
৬| পত্র লিখ :
ধরো, তোমার নেট প্যাকেজ শেষ হয়ে গেছে, তুমি ফেসবুকে ঢুকতে পারছন এমতাবস্থায় মেগাবাইট কেনার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লিখ ৷
৭| রচনা লিখ (১ টি) :
(ক) একজন সেলিব্রেটির আত্নকাহিনী (খ)
ফেসবুকীয়
প্রেম
(গ) হ্যাকিং সমস্যা এবং তার প্রতিকার...!

২টি মন্তব্য: