ME

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

Book Selling

সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল।
তখন একজন দরবেশ টাইপের বৃদ্ধলোক রাস্তায় একটি বই বিক্রি করার জন্য দাঁড়িয়ে ছিল।
রহিম সাহেব রাস্তা দিয়ে তাড়াহুড়া করে বাসায় যাচ্ছিলো এবং হঠাৎ করে বৃদ্ধলোকটির বইটিতার চো্খে পড়লো।
রহিম সাহেবের বইটি ভাল লাগল । সেবইটি ৩০০০ টাকা দিয়ে কিনলো।
বৃদ্ধলোকটি রহিম সাহেবকে সতর্ক করে দিয়ে বলল, “বইটির শেষ পৃষ্টাকখনো খুলবে না, তাহলে তোমার অনেক বড় বিপদ হবে।”
… রহিম সাহেব বাসায় গিয়ে বইটি অনেক আগ্রহ নিয়ে পড়ে শেষ করলো। কিন্তু ভয়ে কিছুতেই বইটির শেষ পৃষ্টা খোলার সাহস পেল না। সে শেষ পৃষ্ঠা না খুলে রেখে দিলো।
কিন্তু ১ সপ্তাহ পর রহিম সাহেবের অনেক আগ্রহ জাগলো শেষ পৃষ্টায় কি আছে দেখার জন্য।
শেষ পৃষ্টা খোলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল।
এমন কি জিনিস সে দেখলো যে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল?…
সে শেষ পৃষ্টায় দেখেছিলোঃ
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
লেখা আছেঃ
সর্বোচ্চ খুচরা মুল্য ৩০ টাকা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন