ME

Lolology

Feeling loling loling........ Hellow lolly lolly

Jokes is Jokes

Feeling loling loling........ Hellow lolly lolly

Apple Mac Book

Feeling loling loling........ Hellow lolly lolly

All is Lol

Feeling loling loling........ Hellow lolly lolly

হাঁস!!!!

Feeling loling loling........ Hellow lolly lolly

বুধবার, ১২ মার্চ, ২০১৪

গ্রামীণফোন আসোলেই একটা হারামীর ফোন

একটি গ্রামীণফোন লাভ ষ্টোরী"
একটি ছেলে ও একটি মেয়ের
মাঝে ফেইসবুকে অনেক চ্যাট হতো।
ধীরে ধীরে ছেলেটি মেয়েটির
প্রেমে পড়ে গেলো।
এবং ছেলেটি মেয়েটিকে তার মনের কথা জানালো।
মেয়েটি ছেলেটিকে না করে দিলো।
সাথে কিছু অপমান ও
ফ্রি দিয়ে দিলো।
ছেলেটি দুঃখে কষ্টে মেয়েটির
সাথে চ্যাট করা বন্ধ করে দিলো। তাদের বন্ধুত্ব
ভেঙ্গে গেলো।
ছেলেটির
সাথে কথা না হওয়াতে মেয়েটি ছেলেটিকে খুব
মিস
করতে লাগলো। একাকিত্ব তাকে গ্রাস করতে লাগলো।
সে বুঝতে পারলো সে ছেলেটির
প্রেমে পড়ে গেছে।
সে লজ্জায় ছেলেটিকে ম্যাসেজ
করতে পারলো না।
তাই সে "তোমাকে অনেক বেশী ভালোবাসি" এমন
টাইটেলের
একটি ছবি ছেলেটিকে ট্যাগ
করলো।
ঘন্টা যায়,দিন যায়, মাস যায়
মেয়েটি ছেলেটির উত্তরের অপেক্ষা করে। কিন্তু
সে রিপ্লে দেয় না।মেয়েটির
অপেক্ষা সময়ের
সাথে সাথে রাগে পরিবর্তিত হয়।
সে জেদ
করে আর ছেলের সাথে যোগাযোগ করে না।কারন সে আসল কারন
জানতো না।
আসল কারন
হলো ছেলেটি 0.facebook.com
চালাতো।
তাই সে কোন ছবি দেখতে পেতো না।তাই সে মেয়ের ট্যাগ
করা ছবি ও দেখতে পেলো না।
গল্পটি এখানেই শেষ হতে পারতো ।
কিন্তু শেষ হয়না।
কারন ছেলেটি কিছুদিন পর ফটো
ভেরিফিকেশন খায়। তাই সে কম্পিটারে গিয়ে বসে আইডি ঠিক
করার জন্য।তখন অন্যান্য ছবি গুলোর
সাথে
ওই মেয়ের ট্যাগ করা ছবি ও
আসতে লাগলো। ছেলে বাকি সব
ছবি চিনলেও ওই ছবিটি তাকে কে ট্যাগ করেছে তা
চিনতে পারলো না। অন্য নাম
দিয়ে কয়েকবার চেষ্টা করার
পরে না
খোলায় সে জেদ
করে ওই মেয়ের নাম দিলো। এবং তার
আইডি ঠিক
হয়ে গেলো। ছেলেটির বুক
কাঁপতে থাকে।
সে সাথে সাথে ঐ
ছবিটি খুঁজে বের করলো এবং দেখলো এক বছর
আগে মেয়েটি তাকে ছবিটি ট্যাগ
করেছিলো।
সে দুঃখে সাথে সাথে কান্না করে দিলো।
ফ্রি জিনিসের
কুফল বুঝতে পারলো। ছেলেটি সাথে সাথে পাগলের
মতো ছুটে গেলো মেয়েটির
কাছে। মেয়েটিকে ম্যাসেজ
করলো।
মেয়ে তাকে বললো মেয়েটির
প্রোফাইল চেক করতে। ছেলেটি বুক ভরা আশা নিয়ে
গেলো মেয়ের টাইমলাইন চেক
করতে। গিয়ে দেখলো তার
রিলেশনশিপ স্ট্যাটাস "ইন আ
রিলেশন দেয়া" ছেলেটি আবার
দ্বিতীয় দফা ছ্যাকা খেয়ে মেয়েটিকে ব্লক
মেরে দিলো।
আর
মনে মনে বলতে লাগলো গ্রামীণফোন
আসোলেই
একটা হারামীর ফোন।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪

সর্ব রোগের মহৌষধ

জগাই একবার খবর পেল, শহরে এমন একজন ডাক্তার এসেছেন, যিনি সব রকমের রোগ সারিয়ে দিতে পারেন। জগাই মনে মনে বলল, ব্যাটা নির্ঘাত একটা ঠকবাজ। আজই তাঁর জারিজুরি খতম করতে হবে।

সে গেল ডাক্তারের কাছে।
জগাই: ডাক্তার সাহেব, আমি কোনো কিছুরই স্বাদ পাই না। এখন আপনি কী ব্যবস্থা নেবেন বলুন।
ডাক্তার: হুম্। তোমাকে ৪৩ নম্বর বোতলের ওষুধটা খাওয়াতে হবে।
জগাইকে ওষুধ দেওয়া হলো। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল সে, ‘ইয়াক! এটা তো গোবর।’
ডাক্তার বললেন, ‘হুম্, তুমি তাহলে স্বাদ বুঝতে পারছ।’
পরদিন রেগেমেগে আবার সেই ডাক্তারের কাছে গেল জগাই।

জগাই: ডাক্তার, আমার কিছুই মনে থাকে না। এমনকি গতকাল কী ঘটেছিল, তাও মনে নেই। কী ওষুধ দেবেন আপনি?
ডাক্তার: হুম্, ৪৩ নম্বর বোতলের ওষুধ…
জগাই: মনে পড়েছে, মনে পড়েছে! আমার ওষুধ লাগবে না!
বলেই দৌড়ে পালাল সে!

বুধবার, ১ জানুয়ারি, ২০১৪

মুঘল সম্রাট আকবর

মেডাম ক্লাস নিচ্ছে—>
মেডামঃ অনেক অনেক বছর আগের
কথা। তখন মুঘল সম্রাট আকবর-এর
শাসন কালছিলো।
একদিন তিনি তার বিছানায়
শুয়ে ছিলেন।
এমন সময় এক ছাত্র
উঠে দাঁড়িয়ে বললো—>
মেডাম, এই
পুলা পিছে থাইকা আমারে খালি খুচাইবার
লাগছে।
মেডামঃ আই পুলা, আমি আমার
পড়ানর সময় কোন ডিস্টার্ব চাই
না। তাই একদম চুপ চাপ আমার
পড়া কানের মইধেহিলায় নাউ।
নাইলে কান ডা ধইরা বাইর
কইরা দিমু। বুঝছ?
হুহ। জত্ত সব ফাউল পুলাপাইন।
~তো আমরা আমাদের পড়ায়
ফিরে আসি। আমি যেন কোথায়
ছিলাম?
ছাত্ররা একসাথে বলে উঠলো—>













মেডাম আকবরের
বিছানায়…………… :P :P

স্বামীর এক্সসিডেন্ট

স্বামী: হ্যালো! ওগো শুনছ, আমি গাড়ি চালিয়ে সুজানার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ একটা ট্রাক টাল সামলাতে না পেরে আমার মুখোমুখি হয়ে গেল। আমি কোনোমতে ট্রাকটাকে পাশ কাটিয়ে গেলাম। কিন্তু একটা বিশাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটা থমকে গেল। আরেকটু হলেই ৫০ ফুট নিচের একটা খাদে পড়ে যেতাম। কোনোমতে উঠে এসেছি। পা আর হাতের হাড় ভেঙেছে। এখন আমি হাসপাতালে! স্ত্রী: বলি সুজানাটা কে, হ্যাঁ?

অপারেশন

হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে দৌড়ে পালাচ্ছিলেন এক রোগী। দরজার সামনে তার পথ রোধ করলেন হাসপাতালের দারোয়ান। দারোয়ান: কী হলো? কোথায় যাচ্ছেন? রোগী: আর বলবেন না! নার্স বলছিল, ‘ভয় পাবেন না। এটা খুবই সাধারণ একটা অপারেশন। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে।’ দারোয়ান: হ্যাঁ, সে তো ভালো কথাই বলেছে। নার্স আপনাকে সাহস দিচ্ছিল। রোগী: আরে বুদ্ধু, সে আমার সঙ্গে নয়, ডাক্তারের সঙ্গে কথা বলছিল!!

ওজন মাপা

ওজন মাপক যন্ত্রের ওপর দাঁড়িয়ে বড় ভাই বলছে ছোট ভাইকে: দেখেছ, এটা একেবারেই ব্যথা দেয় না। ছোট ভাই: তাহলে মা এটার ওপর দাঁড়িয়েই অমন চিৎকার করে ওঠে কেন?

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

এক আধা পাগলের সাক্ষাৎকার

আমরা অইলাম বাঙ্গালী! হেহে! বাঙ্গালী জাত নাকি আবার উন্নত অইব! এইকতা শোনলেও টয়লেট চাপে!! যারা হক্কালে উইট্টা এউক্কা জাল কান্দে লইয়া সারা খাল আউল মাঢি চাউল বানাইয়া রাত্তির বেলা দুউগ্গা মাছ লইয়া বাড়ী ফেরে হ্যারা নাকি আবার উন্নত অইব. ব্যাডা এই কথা আর কইস না । পিডান খাওয়ার আগে বাড়ী যা।

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

বাবা idiot কাকে বলে?

ছেলেঃ বাবা idiot
কাকে বলে??
বাবাঃ idiot হচ্ছে সেই
ধরণের মূর্খ
যারা সবসময় নিজেদের
বক্তব্যকে দীর্ঘায়িত ,
প্রলম্বিত করে কিন্তু
তাদের কথার আসল অর্থ
অপরকে বোঝাতে ব্যর্থ
হয়।
কি বুঝেছো??
ছেলেঃ না!!!!!!

   keo amare mairala......

10টি মজার ঘটনা

10টি মজার ঘটনা
1.তুমি সাবান
দিয়ে তোমার চোখ
পরিস্কার
করতে পারবে না ৤
2.তুমি তোমার চুল
গুনতে পারবে না ৤
3.তোমার জ্বীভ
বাইরে থাকা অবস্হায়
তুমি নিশ্বাস
নিতে পারবে না ৤
4.তুমি এখন
3নাম্বারটা চেষ্টা করছ ৤
6.যখন
তুমি 3নাম্বারটা চেষ্টা করছ
তখন
দেখবেওটা হচ্ছে আর
তোমাকে কুকুরের
মতন লাগছে ৤
7.তুমি এখন হাসছ কারন
তুমি বোকা হলে ৤
8.তুমি 5নাম্বারটা মিস
করেছো ?
9.তুমি এখন দেখছ 5
নাম্বারটা আছে নাকি ৤

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা

আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা ,
fb মেয়েদের Id
গুলো হ্যাকহয়ে যা । নতুন নতুন
পায়রা গুলি ঝোটন বেধেছে, *সব
ছেলেদের আইডি গুলো ফ্রেন্ড এ
ভরেছে। তাইনা দেখে Fb
মেয়েরা হরতাল ডেকেছে,
না হলে একটা করে স্বামী চেয়েছে।
ওহ.. বড্ড লেগেছে..!!

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

আত্মহত্যা করব

এক লোক তার এক কৃপণ বন্ধুর কাছে গিয়ে অনেক গম্ভীরভাবে বলল দোস্ত
আর পৃথিবীতে বেচে থাকতে চাই না!
ঠিক করেছি আত্মহত্যা করবো, আর বেচে থেকে কিই বা হবে??
------- ঠিক এখন তোর আত্মহত্যা করাই উচিত তবে আত্মহত্যা করার আগে তোর
মোবাইলটা আমায় দিয়ে যাস... একটা মোবাইল না হলেই নয়!

তা নয় দিব ---- তোর কাছে তো অনেক বই আছে আমাকে আত্মহত্যা বিষয়ক একটা বই
ধার দে!!

--------- না না তা হবে না কারন আমি জানি তুমি এটা কোন দিনই ফেরত দিবি না!!!

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

এক লোক বন্ধুদের সাথে মদ খেয়ে মাতাল অবস্থায়

এক লোক বন্ধুদের সাথে মদ খেয়ে মাতাল অবস্থায় গভীর রাতে তার বাসায় এসে
দেখলো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। সেও তার স্ত্রীর পাশে ঘুমাতে গেল। ঘুমাতে ঘুমাতে সে
দেখলো সে মারা গিয়াছে!!

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

বল্টু ও চাকর

বল্টু তার বউ-কে কুমিল্লা থেকে ফোন
করল.ফোনটা এক চাকর ধরল-
চাকর : হ্যালো.
বল্টু : ম্যাম সাহেবকে ফোনটা দে.

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

বনের ভেতর এক বাঘের বিয়ে


বনের ভেতর এক
বাঘের বিয়ে।
সেই খুশিতে বনের সব
পশুই নাচ-গান শুরু
করেছে।
বনের এক কোণায়
একটা গাধার নাচ দেখে
এক বাঁদর
তাকে জিজ্ঞেস
করলো,

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

আমার ছাত্রী ক্লাস সেভেনে পড়ে । আগে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো ।

আমার ছাত্রী ক্লাস
সেভেনে পড়ে । আগে ইংলিশ
মিডিয়াম স্কুলে পড়তো ।
এখন
বাংলা মিডিয়ামে চলে আসছ
এমনিতেই বাংলা লেখায়
সে অনেক বানানে ভূল করে ।
ইদানিং গণিতের উপপাদ্যেও
সে লাইন বাদ দেয়া শুরু করছে ।
এতে বিরক্ত
হয়ে তাকে বললাম,"
তোমাকে এতোদিন মাইর
দেইনাই । কিন্তু এভাবে ভূল
করতে থাকলে তোমাকে মাইর
দিতে হবে । মনোযোগ
দিয়ে যেহেতু
লিখতে পারোনা , বানান ভূল
করে দিয়ে আসো , সেহেতু মাইর
দেয়া ছাড়া আর উপায় নাই ।
এখন কি তোমাকে আ-কার ই-কার
শিখানো লাগবে নাকি নতুন
করে ?"
আমার এ কথায়
ছাত্রী কিছু বললোনা, দেখলাম
মিটিমিটি হাসে !
পরদিন
যথারীতি সে সম্পাদ্যের মত
সোজা জিনিস
লিখতে গিয়ে ভূল করলো ।
আমি স্কেল নিলাম ।
সে বললো," না না প্লিজ , আর ভূল
করবোনা ।
মাইর দিয়েন না ।"
কিন্তু তার
চোখে মুখে দেখলাম মাইর
খাওয়ার প্রতিই প্রবল আগ্রহ !
দুইটা বাড়ি দিলাম হাতের
তালুতে ।
মাইর
খাইয়া দেখি ছাত্রী ফিচকি ফ
তাজ্জব ব্যাপার !
আমাদের গৃহশিক্ষকরা মাইর
দেয়ার কথা বললেই দরদর
করে ঘামা শুরু করতাম ।
আর
এখনকার
পোলা মাইয়ারা এগুলা ভয়ই
পায় না ।
ঘটনা বুঝলাম না ।
ছাত্রী মেয়ে হওয়াতেই
কি এরকম
পরিস্থিতিতে পড়লাম ?
নাকি ছাত্রীর মনে বসন্তের
রং লাগছে ?
গৃহশিক্ষকের
সাথে ছাত্রীর প্রেম,
এইটা তো নতুন কোন ঘটনা না ।
টেনশনে আছি , কবে আবার
ছাত্রী বইলা বসে , "স্যার ,
আমার স্কেলটা পাচ্ছিনা ,
আপনি কি হাত দিয়ে আমার
গালে আজকে মাইর দিবেন ?!!"

রবিবার, ১৪ জুলাই, ২০১৩

প্যান্ট সেলাই!

এক লোকের প্যান্ট ফেটে গেছে। প্যান্ট সেলাই করতে সে গেল দর্জির কাছে। দর্জি সুন্দরমত লোকটির প্যান্ট সেলাই করে দিল...

শনিবার, ১৩ জুলাই, ২০১৩

গাধার আর কুকুর!


গাধাঃ আমার মালিক আমাকে খুব মারে। ;-(
কুকুরঃ তাহলে তুই এখান থেকে পালিয়ে যা। :-)
গাধাঃ না। :-|
কুকুরঃ কেন???

সোমবার, ১৭ জুন, ২০১৩

আঞ্চলিক ভাষায় কথা বলা


এক ছাত্র আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে তার শিক্ষক জিজ্ঞাসা করছেন-
শিক্ষকঃ বল তো বাবা, Horse মানে কী?

বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩

রাজশাহীর মুরগী


এক লোক
বাজারে গেছে মুরগী কিনতে।
সে মুরগিওয়ালাকে বলল
একটা রাজশাহীর মুরগী দেও।
মুরগিওয়ালা একটা মুরগি দিয়া বলল
এই নেন রাজশাহীর মুরগি।

বুধবার, ৫ জুন, ২০১৩

বাস ভাড়া


বাস কন্টাকটরঃ এই
যে ভাই ভারা টা দিন ।
যাত্রীঃ এই নিন।
বাস কন্টাকটরঃ ৫
টাকা কেন ১০ টাকা দিন ।